এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৭:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২৪

সিলেট ২৪ বাংলা ডেস্ক:

বেসরকারি টেলিভিশন এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে তাঁর নিজ বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে পল্টন থানা-পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,মঙ্গলবার (০১লা অক্টোবর) বেলা ২টার পর শান্তিনগরের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত তার রুমের দরজা বন্ধ পায় পরিবার। রুমের দরজা খুলে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
সীমান্ত খোকন জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাংবাদিক সীমান্ত খোকন আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

বুধবার (০২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সীমান্ত খোকনের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে তাড়াইলে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মঙ্গলবার (১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকা।

তিনি জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত সদস্য ছিলেন। কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করছিলেন সীমান্ত খোকন।

সিলেট ২৪ বাংলা/এসডি.