খোয়াই সাহিত্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৪

চুনারুঘাট প্রতিনিধি:

পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে খোয়াই সাহিত্য ও সংস্কৃতি পরিষদ কর্তৃক বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার (২০ সেপ্টেম্বর, ২০২৪ইং) চুনারুঘাট উপজেলার সুন্দরপুর বাজার ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

 

সাহিত্য পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের পরিচালক কবি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার ও বিশিষ্ট গবেষক মোহাম্মদ রুহুল্লাহ। 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;বিশিষ্ট ব্যবসায়ী ফুয়াদ হাসান,গণমাধ্যমকর্মী,শেখ রায়হায় উদ্দিন,মোঃ লুৎফুর রহমান,মোঃ ফজল মিয়া তরফদার ও তারেকুল ইসলাম।

মোঃ খলিলুর রহমান খান ও হাফেজ আবু মুসার সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন;মোঃ কবির আহমদ,মোঃ কামরুল হাসান,গোলাম মোহাম্মদ শাহিন,কাজী ইসমাইল খান, আব্দুল্লাহ খান মনির,মজিদ খন্দকার ও মোঃ ফয়সল আহমদ সহ গণমাধ্যম কর্মীরা।

প্রতিযোগিতায় কেরাত, হাম- নাত ও রাসুল করিমের জীবনের বিভিন্ন দিকের উপর রচনা এই তিনটি ইভেন্টে ছয়টি গ্রুপে বিপুল সংখ্যক প্রতিযোগীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের শেষ পর্বে চুনারুঘাট সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে।

সিলেট ২৪ বাংলা/এসডি.