চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন SYLHET 24 SYLHET 24 BANGLA প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪ নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সমুদ্র বন্দরের ডলফিন জেটি এলাকার ‘বাংলার জ্যোতি’ নামে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। SHARES জাতীয় বিষয়: