চাঁপাইনবাবগঞ্জে দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেফতার দুজনের রিমান্ডের আবেদন

প্রকাশিত: ৮:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌর শহরের বটতলাহাট এলাকায় মা ভবানী দুর্গা ও কালীমাতা মন্দিরে আসন্ন দূর্গাপুজা উপলক্ষে নির্মানাধীন একটি দূর্গা প্রতিমা ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে।

ওই মন্দির কমিটির সাধারণ সম্পাদক জয়চাঁদ কর্মকার অজ্ঞাতনামাদেরও আসামী করে গত রবিবার (৬ অক্টোবর) গভীর রাতে মামলাটি দায়ের করেন। মামলার পর পুলিশ ওই এলাকার মানিক ও রানা নামে দু’জনকে গ্রেফতার করেছে।

সোমবার (৭ অক্টোবর) গ্রেফতাকৃতদের আদালতে প্রেরণ করে ৫ দিনের রিমান্ড আবেদন করেছে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) এস.এম জাকারিয়া।

তিনি বলেন,’ গত শনিবার(৫ অক্টোবর) দিবাগত রাত ১টা থেকে রবিবার (৬ অক্টোবর) সকাল ৭টার মধ্যে এই ভাংচুরের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এদিকে জেলা প্রশাসক,পুলিশ সুপার,সেনাবাহিনীর সদস্যরা সহ প্রশাসেনর উর্ধতণ কর্মকর্তারা ও বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ বলেন,’ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। প্রতিমার গলা থেকে পুরো মুখমন্ডল,বামহাতের আঙ্গুলগুলো,বাঘের মুর্তি ভেঙ্গে অঙ্গহানি করা হয়েছে। এ অবস্থায় পুজা আবারও শুরুর চেষ্টা করা হচ্ছে। কারিগরের সাথে কথা বলা হয়েছে। ঘটনায় দায়ীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি।

তিনি বলেন,’গত রবিবার বিকালেও এ ব্যাপারে জেলা প্রশাসকের আয়োজনে সকল পক্ষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে জরুরী সভা করা হয়েছে। সভায় ঘটনার নিন্দা করা করা হয়।

হিন্দুরা সামনে পুজা উপলক্ষে এমন ঘটনার পূনরাবৃত্তি ঠেকাতে সকল মন্দিরের নিরাপত্তা দাবি করেছেন। মন্দিরগুলোর পক্ষ থেকেও সিসিটিভি,সার্বক্ষনিক স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন পদক্ষেপের কথা জানানো হয়েছে।

সিলেট ২৪ বাংলা/এসডি.