জাতীয় পতাকা ঘিরে বিতর্ক ও সাম্প্রদায়িক উত্তেজনা সিলেট ২৪ বাংলা সিলেট ২৪ বাংলা প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২৪ লালদিঘী হিন্দু সমাবেশ এবং জাতীয় পতাকা ঘিরে বিতর্ক চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে সম্প্রতি অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের একটি প্রতিবাদ সমাবেশে জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উত্তোলনের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে ১৯ জন হিন্দু নেতৃবিন্দের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার প্রধান আসামী হিসেবে ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্রীচন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে করা হয়েছে। হিন্দুদের গেরুয়া পতাকাকে ভারতের উগ্রবাদি রাজনীতির প্রতীক দাবি করে, বাংলাদেশের এই হিন্দু নেতৃত্বাধীন ব্যাক্তিদের নামে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনাটি দেশের বিভিন্ন সম্প্রদায়ের স্বাধীনতা এবং অধিকারের বিষয়েও বড় প্রশ্ন তুলে ধরেছে। অনেকেই মনে করেন যে, এই ঘটনা সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে। এ ঘটনায় কোতোয়ালী থানা পুলিশ ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে বলেও জানিয়েছে। মো. ফিরোজ খান (৪৯) নামের এক ব্যাক্তি বুধবার (৩০ অক্টোবর) রাতে কোতোয়ালী থানায় এই মামলা দায়ের করেন। তিনি চান্দগাঁও এলাকার বাসিন্দা। এই মামলায় মোট ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন: অজয় দত্ত (৩৪), লীলা রাজ দাস ব্রহ্মচারী (৪৮), গোপাল দাশ টিপু (৩৮), ডা. কথক দাস (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাশ (৩৮), রাজীব দাশ (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২), জিকু চৌধুরী (৪০), নিউটন দে ববি (৩৮), তুষার চক্রবর্তী রাজীব (২৮), মিথুন দে (৩৫), রুপন ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাশ (২৮), বিশ্বজিৎ গুপ্ত (৪২), রাজেশ চৌধুরী (২৮) এবং হৃদয় দাস (২৫)। ১৯ জনের মধ্যে দুজনকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ। বাদীর অভিযোগ, ২৫ অক্টোবর নগরের লালদিঘী মাঠে মহাসমাবেশের আয়োজন করে হিন্দুরা উগ্র মিশনে নেমেছে। তারা স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার ওপর নিজের ধর্মের গেরুয়া পতাকা উত্তোলন করে জাতীয় পতাকাকে অবমাননা করেছে। হিন্দু প্রতিবাদীদের তিনি ছদ্মবেশী ষড়যন্ত্রকারী বলেও দাবি করেন। তিনি মনে করেন, এই হিন্দু সমাবেশে অংশগ্রহণকারীরা দেশের প্রকৃত সাম্প্রদায়িক বিদ্বেষী এবং ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে।। অন্যদিকে এই দাবির জবাবে হিন্দুদের একাংশ বলছেন, আমরা জাতীয় পতাকাকে যথাযোগ্য সম্মান দিয়েছি, কখনো পায়ের নিচে রাখিনি। তাদের যুক্তি, তারা জাতীয় পতাকাকে যথাযথ সম্মান দিয়েছেন এবং কখনো পায়ের নিচে রাখেননি। তারা আরও দাবি করেন যে, দেশে এমন অনেকেই আছেন যারা জাতীয় পতাকাকে অবমাননা করে পায়ের নিচে রেখে ধর্মীয় পতাকা বুকে ধারণ করেছেন, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা বলেন, গেরুয়া পতাকা কোনো সন্ত্রাসবাদের প্রতীক নয় এবং তারা কখনো গেরুয়া পতাকা নিয়ে অন্য কোনো ধর্মের উপাসনালয়ে হামলা করেননি। সিলেট ২৪ বাংলা/বিডিবি SHARES আলোচিত সংবাদ বিষয়: জাতীয় পতাকাবাংলাদেশ সংখ্যালঘুলালদিঘী হিন্দু সমাবেশসংখ্যালঘুহিন্দুহিন্দু নির্যাতন