পশ্চিমবঙ্গের চিকিৎসকদের অনশন প্রত্যাহার সিলেট ২৪ বাংলা সিলেট ২৪ বাংলা প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪ ছবিঃ অনশনরত শিক্ষার্থী, পশ্চিমবঙ্গ, ভারত। সংগ্রহিতঃ গুগল আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গে একজন নারী চিকিৎসকের উপর হওয়া নির্যাতনের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা যে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন, তা ১৭ দিন পর প্রত্যাহার করে নিয়েছেন। এই অনশন কর্মসূচি শুরু হয়েছিল গত ৫ অক্টোবর। অনশনরত চিকিৎসকদের নেতা রুমেলিকা কুমার জানিয়েছেন, সরকারের অনুরোধে নয়, বরং নির্যাতিতা নারী চিকিৎসকের বাবা-মা এবং সাধারণ মানুষের কথা চিন্তা করেই তারা অনশন প্রত্যাহার করেছেন। আরেক চিকিৎসক নেতা দেবাশীষ হালদারও একই মত দিয়েছেন। তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের কথা ভেবেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। সব মিলিয়ে ১৪ জন চিকিৎসক এই অনশনে অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ায় তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। বাকি আটজন অনশন চালিয়ে গিয়েছিলেন। যদিও অনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে, তবে চিকিৎসকরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী শনিবার আর জি কর হাসপাতালে একটি বড় মহাসমাবেশের আয়োজন করা হবে। সিলেট ২৪ বাংলা/বিডিবি SHARES আন্তর্জাতিক বিষয়: পশ্চিমবঙ্গভারত