ব্রাহ্মণবাড়িয়া থেকে পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯ SYLHET 24 SYLHET 24 BANGLA প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৪ বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন শাহবাজপুর এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামী নজর মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-৯। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ধর্ষণ, মানবপাচার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, বনদস্যু/জলদস্যু, ডাকাত ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। র্যাব-৯,সিলেট এর মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল (সহকারী পুলিশ সুপার) শুক্রবার (০৪ অক্টোবর) জানান,’গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল গত ০২ অক্টোবর ২০২৪ ইং তারিখ আনুমানিক ১৮:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন শাহবাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে (বাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার মামলা নং-০৪/১৭৭,তারিখ-০৩/০৯/ ২০২৪ইং,ধারা-১৪৩/১৪৭/৩০২/১১৪/ ১০৯/৩৪ The Penal Code, ১৮৬০;) এর মূলে অভিযুক্ত আসামী নজর মিয়া (৬০), পিতা- মৃত রহিম গার্ড মনু মিয়া,সাং-শাহবাজপুর, থানা- সরাইল,জেলা-ব্রাহ্মণবাড়িয়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। সিলেট ২৪ বাংলা/এসডি. SHARES আইন আদালত বিষয়: