মৌলভীবাজারে দুই পৃথক দূর্ঘটনায় দুজনের মৃত্যু

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে বুধবার (১৩ নভেম্বর) দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন ব্যক্তি নিহত হয়েছেন। প্রথম ঘটনাটি সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার কদুপুর এলাকায় এবং দ্বিতীয় ঘটনাটি রাত সাড়ে ১১টায় কামালপুর নতুন ব্রিজ এলাকায় ঘটে।

সদর উপজেলার কদুপুর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় হাওয়ারুন নেছা (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি গিয়াসনগর এলাকার মৃত মো. ছাদ উল্লাহর স্ত্রী।

নিহতের ভাতিজা ফয়ছল আহমদ জানান, তার খালা গিয়াসনগর থেকে মেয়ের বাড়ি কদুপুর আসছিলেন। রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

২য় ঘটনা, মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর নতুন ব্রিজ এলাকায় বুধবার রাতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক আমেরিকা প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সাকিব চৌধুরী সোহান (১৭)। তিনি উপজেলার আখাইলকুরা গ্রামের মৃত কমরু মিয়া চৌধুরীর ছেলে।

নিহত সোহানের মামা এমদাদুর রহমান রেনু জানান, সোহান কিছুদিন আগে তার মাকে নিয়ে আমেরিকা থেকে দেশে বেড়াতে এসেছিল। বুধবার রাতে সে তার নানাবাড়ি নালিহুরী থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কামালপুর নতুন ব্রিজের মধ্যস্থানে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সে মারা যায়।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সিলেট ২৪ বাংলা/বিডিবি