প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১১:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
হবিগঞ্জ প্রতিনিধি:
যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতির (ইনক্)-এর পক্ষ থেকে হবিগঞ্জ জেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল তিনটায় হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসের সভা কক্ষে বৃত্তি প্রদান করা হয়েছে।
জেলার কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন;জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল,সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের উপাধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন রুমি, জেলা ট্রেনিং কো-অডির্নেটর মোঃ লুৎফুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,' সূদুর আমেরিকায় হবিগঞ্জ জেলার যারা বসবাস করেন,তারা বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছেন, তারই ধারাবাহিকতায় আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠান। আমি আশা করি যুক্তরাষ্ট হবিগঞ্জ সমিতি শিক্ষায় হবিগঞ্জ জেলাকে এগিয়ে নিতে তারা আরও বৃহৎ পরিকল্পনা গ্রহণ করবেন। তাদের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অবশ্যই প্রশংসার দাবিদার। বৃত্তি প্রদান অনুষ্টানে হবিগঞ্জ জেলার ৮টি উপজেলার এসএসসি পাস মেধাবী ১৬জনকে ১০ হাজার টাকা করে মোট ১লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করা হয়।
উল্লেখ্য যে,১৯৯৬ সালে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি " ইনক্ "প্রতিষ্ঠিত হওয়া পর থেকে প্রতি বছর হবিগঞ্জ জেলার প্রত্যেকটি উপজেলার আর্থিকভাবে অস্বচছল ও মেধাবী এস এস সি পাস শিক্ষার্থীদের এককালিন অনুদান প্রদান করে আসছে। ২০২৩ সালে ১৪জন শিক্ষার্থীর মাঝে ১লক্ষ ৪০হাজার টাকা,হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল, মহিলা কলেজ,করোনা মহামারীতে ১০ লক্ষ টাকার খাবার অনুদান,অক্সিজেন সিরিল্ডার, ৯টি থানার জন্য ৯টি টমটম গাড়ী,এই বৎসর বন্যার্ত্যদের সহযোগিতায় ২ লক্ষ ৫০ হাজার টাকা মিলিটারী ত্রাণ তহবিলে প্রদান সহ লক্ষ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
এছাড়া ২০২৩ সালের ২৮ আগষ্ট সমিতির শুরু থেকে সঙ্গে সংশ্লিষ্ট ১৫ জন প্রবীণ সভাপতি, সেক্রেটারী ও সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে,শুধু হবিগঞ্জ বাসীদের নয়,দেশের প্রয়োজনে সাহায্য অব্যাহত রাখা। এই লক্ষ্যে সমিতির সকল সদস্যবৃন্দ অত্যান্ত আন্তরিকতার সাথে কাজ করে থাকেন।
আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান সমিতির সভাপতি আমির ফারুক তালুকদার। তিনি বলেন,' আমরা আমাদের দেশের মানুষের জন্য কাজ করতে চাই। ভবিষ্যতে আবেদনকারীদের সঠিকভাবে সকল শর্ত পূরণ করে আবেদন করার অনুরোধ রইলো। আমরা যুক্তিসংগত প্রয়োজনে দেশের জনগনকে সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ'।
সিলেট ২৪ বাংলা/এসডি.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত