রাজবাড়ীতে দুর্গাপূজার পাঁচটি প্রতিমা ভাঙচুর

প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২৪

বিশেষ প্রতিনিধি:

রাজবাড়ীতে একটি দুর্গাপূজা মণ্ডপের পাঁচটি প্রতিমা ভাঙচুরেট ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে জেলা শহরের সজ্জনকান্দা জেলা সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদ মন্দিরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মন্দির কমিটি ও পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনাবাহিনীর কর্মকর্তারা। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিয়ে তদন্ত চলছে।

রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন জানান,’ মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে যেকোনো সময় কে বা কারা মন্দিরের ভেতর ঢুকে কয়েকটি প্রতিমার মুখের কিছু অংশ ভেঙে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে’।

এদিকে সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমা ভাঙচুরের বিষয় ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। অনেকেই ঘটনার সঠিক তদন্ত দাবি করে দোষীদের বিচার চাচ্ছেন।

মন্দিরের আয়োজকদের একজন কুঞ্জন কান্তি সরকার বলেন, অস্থায়ীভাবে মন্দির তৈরি করে রাজবাড়ী- ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে এই পূজা অনুষ্ঠিত হয়। মন্দিরের পেছনে বাস মালিক সমিতির কার্যালয়। রাতে মন্দিরে পাহারার ব্যবস্থা ছিল। সকালে পাহারাদার চলে যায়। 

তিনি জানান,’মঙ্গলবার বেলা ১১টার দিকে ডেকোরেটার শ্রমিক মন্দিরে সিসি ক্যামেরা লাগানো ও সাজসজ্জার কাজ করতে আসে। সে সময় ডেকোরেশন মিস্ত্রি লোকমান দেখে বিষয়টি তাকে জানালে তিনি প্রতিমার কাছে গিয়ে দেখেন কয়েকটি প্রতিমার বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়েছে’।

তবে সজ্জনকান্দা সার্বজনীন দু্র্গা মণ্ডপের সভাপতি সাধন চন্দ্র দাস বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি সাংবাদিকদের সাথে। 

পুলিশ সুপার বলেন,’প্রতিমা ভাঙচুরের খবর মন্দির কমিটির কেউ জানায়নি আমাদের। আমরা আমাদের সোর্সের মাধ্যেম খবর পেয়ে মন্দির পরিদর্শন করেছি। প্রতিমা ভাংচুরের বিষয়ে তদন্ত চলছে। সেই সাথে যারা এঘটনার সাথে জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

তিনি আরও বলেন,আমরা শহরের প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করতে মন্দির কর্তৃপক্ষকে অনেকবার অনুরোধ করেছি। কিন্তু এই মন্দিরে আজকে ঘটনা ঘটার পর সিসি ক্যামেরা স্থাপন করেছে।

সিলেট ২৪ বাংলা/এসডি.