শিক্ষার্থীদের শর্ট সিলেবাসের দাবি না মানলে অটো পাস দিতে হবে

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে ‘এক দফা এক দাবি,৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বার্ষিক পরিক্ষার যৌক্তিক শর্ট সিলেবাস চাই’ এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে মৌলভীবাজার জেলার শিক্ষার্থীরা।

 

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন;মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হাসানুজ্জামান জিহাদ।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন,’মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র নাবিদ হাসান, রাহাত আহমদ, নাবিল আহসান, মুগ্ধ জামান, মৌলভীবাজার আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ফাহিমা বেগম ও তাবিয়া প্রমুখ।

 

শিক্ষার্থীরা বক্তব্যে বলেন;’আগামী ৫ অক্টোবরের মধ্যে আমাদের এ যৌক্তিক দাবি না মানলে এক দফা অটো পাস এর দাবি চাইতে বাধ্য হবো’।

সিলেট ২৪ বাংলা/এসডি.