হবিগঞ্জ প্রতিনিধি:
সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার লাখাইয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বামৈ ইউনিয়নের নোয়াগও গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হল;- ওই গ্রামের সোহাগ মিয়ার শিশু কন্যা সুষি আক্তার (৫) ও তার বোনের মেয়ে বর্ষা আক্তার (৪)।
বামৈ ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) অরনজিত দাস বিষয়টি নিশ্চিত করে শনিবার (২১ সেপ্টেম্বর) বলেন, একসাথে দুই বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা ইউনিয়নবাসী সোহাগ মিয়ার পাশে আছি।
স্থানীয়রা জানান,সুষি ও বর্ষা নামে ওই দুই শিশু সকলের অগোচরে বর্ষার পানিতে বাড়িরের পাশে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা পানিতে ডুবে তলিয়ে যায়।
পরে বিষয়টি আঁচ করতে পেরে অনেক খোঁজাখুঁজির পরেও স্থানীয় লোকজন তাদের সন্ধ্যান পাননি। এক পর্যায়ে মরদেহ ভেসে উঠলে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে লাখাই উপজেলা স্বাস্থ্যকমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মঞ্জুরুল আহসান শনিবার (২১ সেপ্টেম্বর) জানান,হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে।
সিলেট ২৪ বাংলা/এসডি.