হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাইয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ছেঁড়া তারের সাথে জড়িয়ে দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে লাখাই উপজেলার ভরপূর্ণি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতরা হলেন;- হাজী রহমত আলীর পুত্র জমসেদ মিয়া এবং হাজী দুদু মিয়ার পুত্র ফরহাদ মিয়া।

লাখাই থানার (ওসি) বন্দে আলী মিয়া দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়,সন্ধ্যার পর হাওড় থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন ফরহাদ মিয়া ও জমসেদ মিয়া নামে ওই দুই ব্যক্তি। পথিমধ্যে গ্রামের ভেতরে পৌঁছালে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়। এসময় আকস্মিকভাবে বিদ্যুতের ছেঁড়া তারের সাথে জড়িয়ে পড়ে তারা। এতে তারা বিদ্যুতায়িত হয়ে আহত হয়।

পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট ২৪ বাংলা/এসডি.