কমলগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৪

কমলগঞ্জ প্রতিনিধি:

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মাধ্যমিক) হিসেবে সত্যেন্দ্র কুমার পাল নির্বাচিত হয়েছেন।

 

গতকার মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হওয়ায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন কাছ থেকে থেকে শুভেচ্ছা স্মারক ও পুরস্কার গ্রহণ করেন সত্যেন্দ্র কুমার পাল।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামসুন নাহার পারভীন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

 

উল্লেখ্য,সত্যেন্দ্র কুমার পাল কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সিলেট ২৪ বাংলা/এসডি.