কুলাউড়া থানায় আবারও পরিবর্তন;নতুন ওসি আপসার

প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৪
কুলাউড়া প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার যোগদান করেছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে তিনি থানায় যোগদান করেন। এ সময় থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেনের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার অধিবাসী মো. গোলাম আপছার ১৯৯৩ সালে শিক্ষাজীবন শেষ করে পুলিশে যোগদান করেন। চাকুরি জীবনে তিনি বিভিন্ন সময়ে ডিএমপি, সিএমপিসহ দেশের বিভিন্ন থানায় কাজ করেন। সবশেষ মানিকগঞ্জ জেলা পিবিআইয়ের ওসির দায়িত্ব পালন করেন।
মো. গোলাম আপছার ব্যক্তিগতজীবনে ২ ছেলে ও ১ মেয়ের জনক। কুলাউড়ায় দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য যে,গত ২১ আগস্ট বুধবার কুলাউড়ার ওসি মো. আলী মাহমুদকে শ্রীমঙ্গল ও শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষন রায়কে কুলাউড়ার ওসি হিসেবে পদায়ন করা হয়। দ্রুতই ওসি বিনয় ভূষণ রায় নতুন কর্মস্থলে যোগ দেবার কথা থাকলেও হুট করে পরিবর্তন ঘটে কুলাউড়া থানার ওসির চেয়ারে।
সিলেট ২৪ বাংলা/এসডি.