ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ নেতা রুহুল আমিন গ্রেফতার

প্রকাশিত: ৭:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৪

বিশেষ প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানা এলাকা হতে নাশকতা মামলার পলাতক আসামী ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকক রুহুল আমিন আফ্রিদি’কে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

র‍্যাব-৯,সিলেট এর মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল (সহকারী পুলিশ সুপার) জানান,’গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯,সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল মঙ্গলবার অনুমানিক ০৫:৩০ মিনিটের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতা মামলা (ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এফআইআর নং-১৭/৪২৫,তারিখঃ ২২ আগষ্ট ২০২৪ ইং,ধারাঃ ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ তৎসহ ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৮৬/৩৩২/ ৩৫৩/৪৩৬/৪২৭/ ৩০৭/১১৪/১০৬/৫০৬ দন্ড বিধি আইন ১৮৬০;) এর মূলে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়’।

গ্রেফতারকৃত আসামী ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদি (২৬),পিতা- কামাল মিয়া,সাং- দক্ষিন পৈরতলা,থানা- সদর,জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও,উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-৯,সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে’।

উল্লেখ্য যে,র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার,ধর্ষণ, মানবপাচার,হত্যা মামলা,সন্ত্রাসী,চাঁদাবাজ,জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার,বনদস্যু/জলদস্যু,ডাকাত ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

সিলেট ২৪ বাংলা/এসডি.