রাজনগর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৪

ডেস্ক নিউজ:

মৌলভীবাজারের রাজনগরে গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত উপজেলা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় নির্বাচনের লক্ষ্যে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে জরুরী সভাটি অনুষ্ঠিত হয়।

 

উক্ত সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সহ যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য সর্বসম্মতিক্রমে মোঃ হারুনুর রশীদ (দৈনিক এশিয়া বানী)-কে আহবায়ক,বিকাশ দাশ (সাবেক নাগরিক টিভির প্রতিনিধি,সিলেট ২৪ বাংলার নিজস্ব প্রতিবেদক ও সাইবার এক্সপার্ট)-কে যুগ্ম-আহবায়ক ও মোঃ মোস্তফা বক্স (দৈনিক স্বাধীন বাংলা)-কে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 

তারপর উপজেলা প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় বলে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজনগর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক এশিয়া বাণীর সাংবাদিক মোঃ হারুনুর রশীদ জানান।

তথ্য সুত্র: (রাজনগর বার্তা),সিলেট ২৪ বাংলা/এসডি.