ডৌবাড়ি ইউপি চেয়ারম্যান এম নিজাম উদ্দিন গ্রেফতার SYLHET 24 SYLHET 24 BANGLA প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪ বিশেষ প্রতিনিধি: সিলেট জেলার গোয়াইনঘাট থানার ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিনকে এসএমপি সিলেট এয়ারপোর্ট থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৯। র্যাব-৯,সিলেট এর মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল (সহকারী পুলিশ সুপার) বৃহস্পতিবার (০৩ অক্টোবর) জানান,’সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামিলীগের কৃষি বিষয়ক সম্পাদক,সাবেক সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান এম. নিজাম উদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিলেট শহরে নিরীহ ছাত্রদের উপর হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও বিগত সরকারের আমলে বিভিন্ন অনিয়ম,দূর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি,সিলেট এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (০৩ অক্টোবর) অনুমানিক ০১:১০ ঘটিকায় সিলেট জেলার এয়াপোর্ট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে (এসএমপি কোতয়ালী মডেল থানার মামলা নং-১৫/৩৭০, তারিখ: ২০ আগষ্ট ২০২৪ ইং, ধারা- ১৪৩/১৪৭/১৪৯/৩২৪/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড- ১৮৬০;) এর মূলে অজ্ঞাতনামা হিসেবে সিলেট জেলার গোয়াইনঘাট থানার ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন (৩৩), পিতা- মৃত নুর মিয়া, থানা-গোয়াইঘাট,জেলা-সিলেট’কে গ্রেফতার করতে সক্ষম হয়’। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও,উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯,সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য যে,র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ধর্ষণ, মানবপাচার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, বনদস্যু/জলদস্যু, ডাকাত ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সিলেট ২৪ বাংলা/এসডি. SHARES আইন আদালত বিষয়: