১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন নাহিদা

প্রকাশিত: ৮:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৪

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন নাহিদা আক্তার। স্কটল্যান্ডের বিপক্ষে নারী টি- টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে মাইলফলকটি ছুঁয়েছেন টাইগ্রেস এই স্পিনার।

 

গত কয়েক বছর ধরেই বল হাতে বাংলাদেশ নারী দলের অন্যতম সেরা ক্রিকেটার নাহিদা আক্তার। বিশ্বকাপের প্রথম ম্যাচেও সেই আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। নিজের প্রথম তিন ওভারে কোনো উইকেট না পেলেও বল হাতে ছিলেন বেশ ইকোনোমিক। শেষ ওভারে পেয়েছেন সাফল্যের দেখাও।

 

পেনাল্টিমেট ওভার খ্যাত ১৯ তম ওভারে বোলিংয়ে এসে স্কটিশ ব্যাটার ক্যাথারিন ফ্রেজারকে আউট করেন নাহিদা। আর এই উইকেট নিয়ে তিনি পৌঁছে যান শততম উইকেটের মাইলফলকে। ৮৮ ম্যাচ খেলে এই মালফলকে পৌঁছেছেন বাঁহাতি এই স্পিনার।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় নাহিদার পরে আছেন সালমা খাতুন। ৯৫ ম্যাচে ৮৪ উইকেট নিয়েছেন তিনি। ৮৭ ম্যাচে ৭৫ উইকেট নিয়ে তিনে রুমানা আহমেদ। ৮০ ম্যাচে ৫৮ উইকেট পেয়ে চার নম্বরে অবস্থান করছেন জাহানারা আলম।

 

বৃহস্পতিবার (৩রা অক্টোবর) নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আরব আমিরাতের শারজায় অনুষ্ঠিত ম্যাচে স্কটিশদের ১৬ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

 

৭ উইকেটে বাংলাদেশের করা ১১৯ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১০৩ রান করতে সক্ষম হয়েছে স্কটল্যান্ড। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৬ রান করেন সোবহানা মোস্তারি। বল হাতে ১৫ রানে ২ উইকেট নেন রিতু মনি।

সিলেট ২৪ বাংলা/এসডি.