র্যাব-৯ এর হাতে রাজু,শাহীদ,আবদুল্লাহ গ্রেফতার SYLHET 24 SYLHET 24 BANGLA প্রকাশিত: ৭:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২৪ সত্যজিৎ দাস: এসএমপি সিলেটের ১৬নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি রাজু,০৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহীদ এবং বুলেট মামুনের ক্যাডার বাহিনীর সদস্য আব্দুল্লাহকে সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে র্যাব-৯ গ্রেফতার করেছে। র্যাব-৯,সিলেট এর মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল (সহকারী পুলিশ সুপার) বৃহস্পতিবার (১০ অক্টোবর) জানান,’ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি,সিলেট এর একটি আভিযানিক দল অদ্য (০৯ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ০৬:১৫ ঘটিকার সময় এসএমপি সিলেট এর কোতয়ালী থানাধীন নয়াসড়ক এলাকায় অভিযান পরিচালনা করে এসএমপি কোতয়ালী থানার (এফআইআর নং-২৩/৩৭৮ তারিখঃ ২৪ আগষ্ট ২০২৪ খ্রিঃ,ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৪ তৎসহ ৩২৩/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/ ১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০;) এর মূলে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী এসএমপি,সিলেটের ১৬নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি আজিজুল হাকিম রাজু (২৮), পিতা- আব্দুল লতিফ,সাং- আল আমিন চারদিঘিরপার, থানা-কোতয়ালী,জেলা- সিলেট’। তিনি আরও জানান,’এরপর আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি,সিলেট এর একটি আভিযানিক দল বুধবার (০৯ অক্টোবর) রাত আনুমানিক ০৭:৩০ ঘটিকার সময় এসএমপি সিলেট এর কোতয়ালী থানাধীন জেল রোড এলাকা থেকে এসএমপি কোতয়ালী থানার (এফআইআর নং-১৯/৪১৮ তারিখঃ ২৪ আগষ্ট ২০২৪ খ্রিঃ, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৪ তৎসহ ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/ ৩০৭/১০৯/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০;) এর মূলে পলাতক আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী এসএমপি, সিলেটের ০৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শহীদ শেখ (২৮),পিতা- মৃত আব্দুল লতিফ শেখ,সাং-আম্বরখানা বনশ্রী আ/এ,থানা- কোতয়ালী, জেলা- সিলেট। এছাড়াও একই দিনে অপর আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯,সিপিএসসি,সিলেট এর একটি আভিযানিক দল বুধবার (০৯ অক্টোবর) রাত আনুমানিক ০৮:১০ ঘটিকায় এসএমপি সিলেট এর শাহপরাণ (রাঃ)) থানাধীন উত্তর বালুরচর এলাকায় অভিযান পরিচালনা করে এসএমপি কোতয়ালী থানার (এফআইআর নং-২২/৩৭৭ তারিখঃ ২৩ আগষ্ট ২০২৪ খ্রিঃ, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৪ তৎসহ ৩২৩/৩২৪/৩২৫/ ৩২৬/৩০৭/৩৪ পেনাল কোড ১৮৬০;) এর মূলে গ্রেফতারকৃত আসামী বুলেট মামুনের ক্যাডার বাহিনীর সদস্য আব্দুল্লাহ (২৪),পিতা- লুকমান মিয়া,সাং- বালুরচর,থানা-শাহপরান,জেলা- সিলেট’। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও উল্লেখিত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯,সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য যে,র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ধর্ষণ, মানবপাচার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন,অবৈধ অস্ত্র উদ্ধার,বনদস্যু/জলদস্যু,ডাকাত ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সিলেট ২৪ বাংলা/এসডি. SHARES আইন আদালত বিষয়: