Arrest: ১,৯৩৭ বোতল ফেনসিডিল সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার SYLHET 24 SYLHET 24 BANGLA প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৪ বিশেষ প্রতিনিধি: র্যাব-৯, সিলেট এর অভিযানে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন গৌরি নগর এলাকা থেকে ১,৯৩৭ বোতল ফেনসিডিলসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। র্যাব-৯, সিলেট এর মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল (সহকারী পুলিশ সুপার) সোমবার (১৪ অক্টোবর) জানান,’গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল গত রবিবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ০৩.৪০ ঘটিকায় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন গৌরি নগর এলাকা থেকে ১৯৩৭ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়’।) গ্রেফতারকৃত ব্যক্তিরা;- ১) ইমাম উদ্দিন (৩৫),পিতা- মৃত নজীব আলী। ২) আলাই (৩৫),পিতা- মৃত তেরা মিয়া। ৩) মসাইদ (৪০),পিতা- মৃত আতাউল। ৪)মোঃ রায়হান আহমেদ (১৮),পিতা- মোঃ তাজউদ্দিন। ৫) জাহাঙ্গীর আলম (৩০),পিতা- মৃত ইউসুফ আলী, সর্ব সাং- গৌরি নগর,থানা- কোম্পানীগঞ্জ,জেলা-সিলেট। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামতসহ সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য যে,র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৯,সিলেট মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন এলাকা থেকে ১,৯৩৭ বোতল ফেনসিডিলসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। সিলেট ২৪ বাংলা/এসডি. SHARES আইন আদালত বিষয়: