Chairman Arrest: বিয়ানীবাজারের চারখাই ইউনিয়ন পরিষদ চেয়াম্যোন গ্রেফতার SYLHET 24 SYLHET 24 BANGLA প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪ বিশেষ প্রতিনিধি: সিলেট জেলার বিয়ানীবাজারের চারখাই ইউনিয়ন পরিষদ চেয়াম্যোন ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ এর সদস্য হোসেন মুরাদ চৌধুরীক এসএমপি সিলেট এর কোতয়ালী থানার বন্দর বাজার থেকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট। র্যাব-৯,সিলেট এর মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল (সহকারী পুলিশ সুপার) মঙ্গলবার (১৫ অক্টোবর) জানান,’ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯,সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর আনুমানিক ০৩:০৫ ঘটিকায় এসএমপি সিলেট কোতয়ালী থানার বন্দর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতা মামলা (সিলেট জেলার বিয়ানীবাজার থানার এফআইআর নং-৪/৮২ তারিখঃ ২০ আগস্ট ২০২৪ খ্রিঃ,ধারা: ১৪৭/১৪৯/৩০২/২০১/১১৪ পেনাল কোড ১৮৬০;) এর পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়’। গ্রেফতারকৃত আসামী সিলেট জেলার বিয়ানীবাজারের চারখাই ইউনিয়ন পরিষদ চেয়াম্যোন ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ এর সদস্য হোসেন মুরাদ চৌধুরী (৪২),পিতা- মৃত ময়নুল হোসেন চৌধুরী,সাং- জালালনগর,থানা- বিয়ানীবাজার,জেলা-সিলেট। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও,উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব- ৯,সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। সিলেট ২৪ বাংলা/এসডি. SHARES আইন আদালত বিষয়: