Samata Party: অন্তর্বর্তী সরকার নানা ভাবে বিদ্বেষ সৃষ্টি করে চলেছে; সমতা পার্টি

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৪
সত্যজিৎ দাস:
বাংলা ও বাঙালির সবচেয়ে বড় অর্জন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা,যার নেতৃত্ব দিয়েছেন শেখ মুজিবুর রহমান ও এদেশের মুক্তিকামী জনতা।
”৭ই মার্চের ঐতিহাসিক জাগরণের ভাষণ এর মধ্যে ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃত পেয়েছে এবং ১৫ই আগস্টের বঙ্গবন্ধু ও তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে। এই দুইটি দিবস আমাদের জাতীয় ইতিহাস থেকে এসব দিবসের তাৎপর্য কোনো বিবেচনাতেই অস্বীকার করা যাবে না।
রাজনিতিতে ভিন্ন মত ও ভিন্ন পথ থাকতে পারে তবে ইতিহাস মুছে পেলা যাবেনা। ইতিহাসে যার যতটুকু অবদান ততটুকু স্বীকার করতে হবে এবং তাদেরকে ততটুকু সম্মান দিতে হবে। ইতিহাস মুছে পেলা কখনো উচিত নয়। বাঙালির জাতীয় ইতিহাস মুছে ফেলার মাধ্যমে বিভেদ সৃষ্টি হয়।
রাজনীতিতে প্রতিধন্ধিতা থাকবে,কিন্তু বাংলাদেশের রাজনীতি প্রতিহিংসা পারায়ণ। ক্ষমতার পালাবদল হলেই ইতিহাস বিকৃতি শুরু হয়ে যায়। নাম মুছে পেলার যড়যন্ত্র শুরু হয়। আমরা সমতা পার্টি মনে করি এখনই আমাদের প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে”। আজ (১৬ অক্টোবর) রোজ বুধবার সমতা পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশী এক বিবৃতিতে এসব বলেন।
হানিফ বাংলাদেশী আরও বলেন;’ জাতীয় দিবস বাতিল এটা প্রতিহিংসার বহিঃপ্রকাশ। আমাদেরকে এই প্রতিহিংসা থেকে অবশ্যই বের হতে হবে। একটি রাষ্ট্রের কতগুলো মৌলিক ভিত্তি থাকে। জাতীয় দিবস তেমনি রাষ্ট্রের মূলভিত্তি,এটাকে বাতিল করা মানে স্বাধীনতাকে অপমান করা। অন্তর্বর্তী সরকারকে এই প্রতিহিংসা থেকে বের হতে হবে। অন্তর্বর্তী সরকারের কাজ বিদ্বেষ প্রতিহিংসা কমানো,কিন্তু এই দুই মাসে অন্তর্বর্তী সরকার নানা ভাবে বিদ্বেষ সৃষ্টি করে চলেছে। এটা কোন ভাবেই কাম্য নয়’।
সিলেট ২৪ বাংলা/এসডি.