Educational Shutdown:পাকিস্তানে শিক্ষার্থীদের প্রতিবাদে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সিলেট ২৪ বাংলা সিলেট ২৪ বাংলা প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৪ আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের লাহোর প্রদেশে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের জেরে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘটনার সূত্রপাত হয় একটি কলেজে ধর্ষণের অভিযোগের পর। যদিও পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ এনেছে, তবুও শিক্ষার্থীরা এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় নেমে আসে। লাহোর ছাড়াও রাজধানী ইসলামাবাদের পাশ্ববর্তী রাওয়ালপিন্ডি শহরেও এই প্রতিবাদ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের দাবি, কর্তৃপক্ষ এই ঘটনাকে গোপন রাখার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে,পাঞ্জাব প্রদেশের শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় আলাদা আলাদা বিজ্ঞপ্তি জারি করে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রদেশের কোটি কোটি শিক্ষার্থী, ছোট থেকে বড় সকলেই শিক্ষাচক্র থেকে বঞ্চিত হচ্ছে। সিলেট ২৪ বাংলা/বিডিবি. SHARES আন্তর্জাতিক বিষয়: ছাত্র আন্দোলনপাকিস্তান