Unidentified body: ওসমানী হাসপাতাল মর্গে রাখা ব্যক্তির মরদেহের পরিচয় পাওয়া যাচ্ছে না SYLHET 24 SYLHET 24 BANGLA প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪ নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক ব্যক্তি মারা গেছেন। তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তাকে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওসমানী হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে আনুমানিক ৪০-৪২ বছর বয়েসের এক ব্যক্তি চিকিৎসার জন্য হাসপাতালটির জরুরি বিভাগে আসেন। কিন্তু কিছুক্ষণ পরই তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এসময় তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা বলছেন- হৃদরোগজনিত কারণে এ ব্যক্তির মৃত্যুর হয়েছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। সিলেট ২৪ বাংলা/এসডি. SHARES জেলার খবর বিষয়: