16th Amendment Appeal: সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪
জাতীয় ডেস্কঃ

সংবিধানের ষোড়শ সংশোধনীতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে তুলে দেয়ার দাবিকে অবৈধ ঘোষণা করা আপিল বিভাগের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়েছে। ২০ অক্টোবর, রোববার সকাল ৯ টা ২০ মিনিটে, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত ৬ সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়।

রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আদালতে রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ রিভিউ আবেদন উপস্থাপন করেছেন। তিনি আদালতকে জানিয়েছেন যে, এই আবেদন দীর্ঘদিন ধরে আপিল বিভাগে বিচারাধীন রয়েছে এবং এর শুনানি অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, এর আগে বেশ কয়েকবার এই আবেদন কার্যতালিকায় থাকা সত্ত্বেও শুনানি হতে বিলম্ব হয়েছিল।

সিলেট ২৪ বাংলা/বিডিবি