Pride is crushed: দম্ভ চুর্ণ

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪

লিপি চক্রবর্তী:

বাঁধন ছেঁড়া ঘুড়ি,
মুক্ত আকাশ,মুক্ত বাতাস;
আমার আছে সবই।

ইচ্ছে মতো ছুটি,
হাওয়ায় ভেসে ঐ আকাশে;
যাই উড়ে যাই,মেঘের দেশে।

দেখো কেমন লাগছে,
নীল আকাশে মিশে।

পাহাড়ের ঐ দূরের চূড়া,
আমায় দেখে হিংসে করে;
উড়ছি আমি দমিয়ে তারে।

নাগাল পাবার সাধ্য আছে?
পারবে কি আর ইচ্ছে হলে আমায় ছুঁতে।

রংধনুটা ঐ যে আছে,
সাতটি রঙের মাঝে;
আমি বাহারি রঙে ছাপিয়ে তাকে।

নীল আকাশের ঘুড়ি,
দিক বিদিক ছুটছি আমি;
ইচ্ছে মতো,ইচ্ছে যতো।

পৃথিবীলোকে গাছগাছালি-মানুষগুলি,
ওরা সব এতো কুটি;
দেখে আমার পাচ্ছে হাসি।

খানিক বাদেই উঠলো ঝড়,
ছিলাম কোথায় আর এলাম কোথায়।
চুপসে গিয়ে একি দশা,
বেরং পাখা মাটিতে মেশা।

সিলেট ২৪ বাংলা/এসডি.