Caretaker government: তত্ত্বা‌বধায়ক সরকার ফেরাতে রিভিউ করল জামায়াতে ইসলামি দল

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪
জাতীয় ডেস্কঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছে।  দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বুধবার (২৩ অক্টোবর) এই আবেদন করেন। আগামীকাল বৃহস্পতিবার আপিল বিভাগে এই আবেদনের শুনানি হবে।

জামায়াতের আইনজীবী শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার এবিষয়ে আপিল বিভাগে শুনানির দিন ধার্য করা হয়।

এর আগে গত ১৬ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এবং গত আগস্ট মাসে সুজনের সম্পাদক  একই বিষয়ে রিভিউ আবেদন করেছে। ২০১১ সালে সুপ্রিম কোর্ট সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছিল।। যদিও পরবর্তীতে  ১০ম ও ১১ তম দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে মত দিয়েছিলেন তৎকালীন বিচারপতি এবিএম খয়রুলের নেতৃত্বা‌ধীন আদালত।

সিলেট ২৪ বাংলা/বিডিবি