Cyclone Dana: উত্তর-পশ্চিমে ঘনীভূত হয়েছে সাইক্লোন ডানা

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪

আবহাওয়া ডেস্ক:

বুধবার (২৩ অক্টোবর) সকালে উত্তর-পশ্চিমে ঘনীভূত হয়েছে সাইক্লোন। পারাদ্বীপের দিক থেকে ৪৯০ কিলোমিটার দূরে আছে। ধামরা থেকে ৫২০ কিমি দূরে। ভিতরকণিকা ও ধামরায় ল্যান্ডফল।

তবে সাগর দ্বীপ থেকে ৫৭০ কিমি দূরে আছে। বুধবার মধ্যরাত থেকে কাল সকালের মধ্যে এর এগিয়ে আসার গতিবেগ আরও বাড়বে। ভিতরকণিকা ও ধামরায় ল্যান্ডফল। ভারতীয় মৌসম ভবনের তরফে মৃত্যুঞ্জয় মহাপাত্র এই তথ্য দিলেন। সঙ্গে দিলেন আরও জরুরি কিছু আপডেট।

পুরী,সাগরদ্বীপের মধ্যে ভিতরকণিকা,ধামরা পোর্ট এলাকায় ল্যান্ডফল হতে পারে। তখন ঝড়ের গতিবেগ ১২০ কিমি প্রতি ঘণ্টা হতে পারে।

পশ্চিমবঙ্গের সমুদ্রতীরবর্তী জেলা হাওড়া,হুগলিতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে। ওড়িশার কয়েকটি জেলা-সহ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় টাইডাল ওয়েভের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস বলছে,আমফানের থেকে দুর্বল এই সাইক্লোন। আমফানের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬০ কিমি। বরং ইয়াসের সঙ্গে ডানার গতিবেগের মিল আছে।

জানা গিয়েছে,এই ঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে কেন্দাপাড়া,জগৎসিংপুর,ভদ্রক ও পূর্ব মেদিনীপুরে। এরপর থাকছে পশ্চিম মেদিনীপুর,দক্ষিণ ২৪ পরগনা।

সিলেট ২৪ বাংলা/এসডি.