Attacks on Iran: ইরানের পরমাণু স্থাপনায় হামলার আশংকায়, জাতিসংঘে অভিযোগ সিলেট ২৪ বাংলা সিলেট ২৪ বাংলা প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৪ আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে এমন আশঙ্কায় এবার জাতিসংঘে অভিযোগ জানিয়েছে ইরান। এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি এ তথ্য জানিয়েছেন। টাইমস অব ইসরায়েল বলছে, পরমাণু স্থাপনায় হামলা হতে পারে এমন আতংকে ভুগছে ইরান। গত ১লা অক্টোবর ইসরায়েলে ১৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান হামলা চালানোর পর থেকেই এমন আশঙ্কা তৈরি হয়। উক্ত সংবাদ সম্মেলনে বাঘেয়ি আরো বলেন, পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি জাতিসংঘের নিয়মের পরিপন্থি। এটা নিন্দনীয়। এ নিয়ে আমরা জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে একটি চিঠি পাঠিয়েছি। ইরানি হামলার পর থেকেই ইসরায়েল কড়া প্রতিশোধ নেওয়ার হুঙ্কার দিয়েছে। তবে ইরানের কোন টার্গেটে হামলা চালানো হবে, তা জানায়নি তেল আবিব। সিলেট ২৪ বাংলা/বিডিবি SHARES প্রচ্ছদ বিষয়: আন্তর্জাতিক সংবাদইরানইসরায়েলজাতিসংঘড্রোন হামলানেতানিয়াহুপারমাণবিক স্থাপনাহামলাহামাস