Iran vs Israel:ইরানের ক্ষতি হলে ইসরায়েলে এক হাজারের বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়বে ইরান সিলেট ২৪ বাংলা সিলেট ২৪ বাংলা প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৪ ইসরায়েলে এক হাজারের বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়বে ইরান আন্তর্জাতিক ডেস্কঃ ২৫ অক্টোবর, শুক্রবার নিউয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ইসরাইয়েলি আক্রমনের জবাব দিতে এবার যুদ্ধে জড়াবে ইরান। তবে ইসরায়েলের হামলার পরিধি কম হলে কিছু নাও করতে পারে। নিজ দেশের সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছে ইরান। ইসরায়েলি হামলার জবাব দিতে সেনাবাহিনীকে বিভিন্ন পরিকল্পনা সাজানোর নির্দেশ দিয়েছেন ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি । তারা বলছেন ইসরায়েলের হামলায় তাদের যদি বড় কোন ক্ষতি হয়, তাহলে তারা পাল্টা হামলা অবশ্যই চালাবে। তবে শুধুমাত্র তাঁদের ঘাটিতে সীমিত হামলা চালালে, ইরান পাল্টা হামলা থেকে বিরত থাকবে বলেও জানানো হয়। আয়াতুল্লাহ খামেনির নির্দেশ, তাদের তেল, বিদ্যুৎ এবং পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হলে কিংবা উচ্চপদস্থ কোনো কর্মকর্তাকে হত্যা করা হলে ইরান পাল্টা হামলা চালাবে। ইরানের চার কর্মকর্তার মধ্যে দুজন দেশটির চৌকস বাহিনী বিপ্লবী গার্ডের সদস্য। তারা বলছেন, ইসরায়েলের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় তারা এক হাজারের বেশি ব্যালিস্টিক মিসাইল ছোড়ার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া প্রক্সি বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হবে, পারস্য সাগর এবং হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ এবং পরিবহনে বাধা দিয়ে বিশ্বব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হবে বলেও জানানো হয়। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন মতে, ইসরায়েল থেকে বড় হামলা চালানো হলে তখন চাইলেও ইরানের নেতারা বসে থাকতে পারবেন না। বিশেষ করে হামাস ও হিজবুল্লাহর একাধিক নেতা হত্যার শিকার হওয়ার পর ইরানি নেতারা নিজেদের শক্তিশালী হিসেবে প্রদর্শনের চেষ্টা করে যাচ্ছে। সিলেট ২৪ বাংলা/বিডিবি SHARES আন্তর্জাতিক বিষয়: আন্তর্জাতিক সংবাদআয়াতুল্লাইরানইসরাইলইসরায়েলইসরায়েল-ফিলিস্তিনফিলিস্তিনব্যালিস্টিক মিসাইলযুদ্ধ