Fruit Tree: ফলবতী বৃক্ষ

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪

স্মৃতি সরকার:

ফলবতী বৃক্ষ হঠাৎ ঝড়ে ভূপতিত হলে, মানুষ তার দুর্নাম রটাতে রটাতে ফল কুড়িয়ে নিয়ে যায়। বৃক্ষ ভূপতিত হলে তবেই তার সুনাম নিরুদ্দেশ হয় এবং দুর্নাম প্রকাশ পায়। বৃক্ষ অক্ষত অবস্থায় যখন ফল ফুল দিতো তখন তার কোনো দোষ কারো চোখে পড়তো না। দোষ চোখে পড়ে বৃক্ষ অক্ষম হলে, অসহায় হলে।

 

আবার যখন বৃক্ষ স্বমহিমায় উঠে দাঁড়িয়ে নিজের সৌন্দর্য বৃদ্ধি করে ফুলে ফলে ভরিয়ে তোলে তখন মানুষ বৃক্ষের গুণগানে পঞ্চমুখ হয়ে ওঠে। বৃক্ষের প্রশংসা করে ফল কুড়িয়ে নিয়ে যায়। মূলত ব্যক্তির স্বার্থই সব। স্বার্থের অনুকুলে থাকলে সুনাম পাবে,স্বার্থের প্রতিকূলে গেলে উপযুক্ত দুর্নাম জুটবে। 

 

জগৎ সংসারে যে যতই দান করুক না কেন,দানের পিছু পিছু বদনাম ঘুরতে থাকে। সুযোগ পেলেই নিন্দা প্রকাশ পায়। শুধু উপযুক্ত সময় এলে হলো। উপকার করে মানসিক তৃপ্তির দরকার নেই। বরং আগে আগে দুর্নাম পাওয়ার জন্য তৈরি হওয়া দরকার। যার দুর্নাম সহ্য করার ক্ষমতা থাকে,তার পরোপকারের পথে হাঁটা সঠিক মনে হয়। নয়তো আত্ম বেদনায় আধ মরা হয়ে পড়ে থাকতে হবে।

 

বৃক্ষ তুমি সাবধান হও। যেহেতু পরোপকার তোমার স্বভাব। সেহেতু হাসি মুখে বদনাম সহ্য করতে শিখে নিও। আজ যার হাস্য বদন, স্বার্থের টানে কাল তুমি তার চোখের বালি। আজ যে তোমাকে জড়িয়ে ধরে গান শোনাবে,কাল সে তোমাকে অজস্র গালি শোনাবে। গান শুনেই মজে পড়ে থেকো না, গানের পাশাপাশি ভৎসনা শোনার জন্যেও প্রস্তুত থেকো।

 

যদি লাঞ্ছিত হতে চাও তবে ফলবতী খ হও। ক- এর কঠিন প্রয়োজনে টাকা যোগান দেয় খ। গ কখনো ক কে টাকা দেয় না। দেবেই বা কি করে! গ- এর সঙ্গে ক- এর কঠিন বন্ধুত্ব হতে পারে, শখের পাঁচটা কথা হতে পারে, কিন্তু টাকা দিয়ে দুর্দিনে সাময়িক সহযোগিতা করার মতো নির্বোধ গ না। নির্বোধ হয় দরদী খ। সে ক কে টাকাও দেয় আবার ক- এর রটানো দুর্নামও নিরবে সহ্য করে। মাঝে পড়ে গ দারুণ ভদ্র মানবিক এক রত্ন।ক- এর দ্বারা তার কোনো বদনাম রটনা হয় না।

 

ফলবতীর দুর্নামের আদি মধ্য অন্ত থাকে না। ফলহীনার কোনো দুর্নামও থাকে না,অপমানও থাকে না। দুর্নাম পাওয়া বড় ভাগ্যের বিষয়। দুর্নাম পেতে হলে ফলবতী হতে হয়। নিষ্ফলা হলে দুর্নাম জোটে না। যত ফল তত দুর্নাম।

সিলেট ২৪ বাংলা/এসডি.