Demand for justice: নিহত পুলিশ সদস্যদেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে;সমতা পার্টি SYLHET 24 SYLHET 24 BANGLA প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪ সত্যজিৎ দাস: জুলাই গণঅভ্যুথানে নিহত ছাত্র-জনতার ন্যায় নিহত পুলিশ সদস্যেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে বলে জানিয়েছেন সমতা পার্টি’র আহ্বায়ক সকলের পরিচিত মুখ হানিফ বাংলাদেশী। জুলাই-আগস্টে বাংলাদেশে সংগঠিত গণঅভ্যুথানে অসংখ্য ছাত্র জনতা নিহত ও আহত হয়েছে পাশাপাশি অসংখ্য পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনির সদস্য আহত নিহত হয়ছে। এই হতাহতের ঘটনায় দেশবাসীর ন্যায় আমরা সমতা পার্টি ও শোকাহত এবং মর্মাহত। কোন হত্যা কাম্য নয়। সকল প্রাণ মহামূল্যবান। সমতা পার্টি সকল হত্যার সুষ্ঠু বিচার দাবি করছে। গত ৫ আগস্টের পরে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে এখন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। এখনো জুলাই আগস্টে কত মানুষ মারা গেছে,তার সঠিক হিসাব করতে পারেনি। এই নিয়ে নানা রকম ভুল তথ্য প্রকাশ হচ্ছে। পুলিশ হত্যা নিয়েও নানা রকম বিভ্রান্ত ছিল পুলিশ হেড কোয়াটার থেকে বলা হয়েছে জুলাই-আগস্ট আন্দোলনে মোট ৪৪ জন পুলিশ নিহত হয়েছে। অন্তর্বর্তী সরকার জুলাই-আগস্ট অভ্যুথানে নিহতদের পরিবারকে ৩০ লক্ষ টাকা দিবে এবং হত্যার সুষ্ঠু বিচার করার অঙ্গিকার করছে। আমারা সমতা পার্টি এই উদ্যেগকে স্বাগত জানাই। সমতা পার্টি দাবি করছে,জুলাই-আগস্ট গণঅভ্যুথানে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে অনুদান দিতে হবে। নিহত পুলিশ সদ্যদের যারা হত্যা করছে,তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। ন্যায় বিচার পাওয়ার অধিকার সবার আছে। ছাত্র-জনতা যারা নিহত হয়েছে তাদের যেমন পরিবারে মা-বাবা,স্ত্রী-সন্তান আছে তাদের জন্য কান্না করছে। নিহত পুলিশ সদস্যেরও পরিবারে আছে মা-বাবা আছে স্ত্রী-সন্তান আছে তারাও কান্না করছে তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সব পুলিশ সদস্য খারাপ নয়। অনেক ভালো পুলিশ সদস্য আছে,তবে কিছু খারাপ পুলিশের কারণে পুরো পুলিশ বাহিনীকে খারপ ও অপরাধী বলা যাবেনা। অনেকে বলে থাকেন যুদ্ধে পরাজিত ব্যক্তির নাকি ন্যায় বিচার পাওয়ার অধিকার নেই। জুলাই-আগস্টে ছাত্র-জনতা যে আন্দোলন করেছে সেখানে দেশ স্বাধীন হওয়ার জন্য অন্য দেশের সাথে যুদ্ধ করেনি। জুলাই-আগস্টের আন্দোলন হয়েছে নিজ দেশের নেতৃত্ববাদীদের শাসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। এই আন্দোলনে আহত-নিহত সবার ন্যায় বিচার পাওয়ার আধিকার আছে। তবে যাদের নির্দেশে পুলিশ সদস্যরা নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছে সেই নির্দেশ দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সিলেট ২৪ বাংলা/এসডি. SHARES নাগরিক সংবাদ বিষয়: