124 killed:সুদানে আরএসএফ এর নৃশংস হামলায় ১২৪ জন নিহত

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪
সুদানে প্যারামিলিটারি গ্রুপের হামলায় ১২৪ জন নিহত
আন্তর্জাতিক ডেস্কঃ

সুদানে আরএসএফ (Rapid Support Forces) নামক স্থানীয় প্যারামিলিটারি গোষ্ঠীর নৃশংস হামলায় কমপক্ষে ১২৪ জন নিহত হয়েছে। গত শুক্রবার রাজধানী খার্তুমের দক্ষিণে অবস্থিত আল-সারিহা গ্রামে এই হামলা চালানো হয়। স্থানীয় চিকিৎসক ও মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, দেশটিতে চলমান গৃহযুদ্ধের ইতিহাসে এটি হয়তো সবচেয়ে মারাত্মক ঘটনা।

গত বছরের এপ্রিল থেকে সুদানি সশস্ত্র বাহিনী এবং আরএসএফের মধ্যে ক্ষমতার লড়াই চলছে। উভয় পক্ষই সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানোর অভিযোগের মুখোমুখি। সম্প্রতি আরএসএফের একজন জ্যেষ্ঠ কমান্ডার সেনাবাহিনীর দিকে যোগ দেওয়ার পর থেকে সংঘর্ষ আরও তীব্র হয়েছে।

স্থানীয় প্রতিরোধ কমিটির একজন সদস্য জানিয়েছেন, শুক্রবারের হামলায় ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে এবং অন্তত ১৫০ জনকে আরএসএফ বন্দি করেছে। তিনি আরও জানান, আরএসএফ স্থানীয় বাসিন্দাদের একমাত্র যোগাযোগ মাধ্যম স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা জব্দ করেছে। হামলার ভয়ে পূর্ব আল-জাজিরাহ অঞ্চলের ৩০টিরও বেশি গ্রাম এখন খালি।

সুদান ডক্টরস নেটওয়ার্কও আল-সারিহায় গণহত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে। তাদের মতে, আরএসএফ বাহিনী এখানে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে এবং শত শত মানুষকে বাস্তুচ্যুত করেছে।

সিএনএন নিজে এই ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি, কারণ সাংবাদিকদের সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আরএসএফের সাথে যোগাযোগ করা হলেও কোনো তাৎক্ষণিক জবাব পাওয়া যায়নি।

জাতিসংঘের মতে, সুদানের এই সংঘর্ষ বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের মধ্যে একটি। হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

সিলেট ২৪ বাংলা/বিডিবি