Pakistan Cricket Team:পাকিস্তান ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন।

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪
পাকিস্তান ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন
খেলাধুলাঃ

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগামী এক বছরের জন্য তাদের কেন্দ্রীয় চুক্তিতে ব্যাপক পরিবর্তন এনেছে। রোববার প্রকাশিত নতুন তালিকায় ২৫ জন ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই চুক্তি গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

নতুন চুক্তিতে অনেক নতুন মুখ দেখা গেলেও অনেক সিনিয়র ক্রিকেটার বাদ পড়েছেন। তবে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো তারকারা আবারও এ- ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন।

পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য হলো পেসার শাহিন শাহ আফ্রিদির অবনতি। গত মৌসুমে এ- ক্যাটাগরিতে থাকা শাহিনকে এবার বি- ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, হারিস রুউফকে বি- থেকে সি- ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে।

অনেক নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে, আবার অনেক সিনিয়র খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে।

 ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর শান মাসুদকে ডি ক্যাটাগরি থেকে উন্নীত করে বি ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়েছে। তার অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।

 খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলি, মোহাম্মদ ইরফান খান এবং উসমান খান এই প্রথম কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পেয়েছেন। তাদের এই সাফল্যে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করা হচ্ছে।

 হাসান আলি, ইফতেখার আহমেদ, ফখর জামান এবং সরফরাজ আহমেদের মতো সিনিয়র খেলোয়াড়রা এইবারের চুক্তিতে জায়গা পাননি। অন্যদিকে, গত মৌসুমে ডি ক্যাটাগরিতে থাকা মোহাম্মদ নওয়াজ, শাহনওয়াজ দাহানি, ফাহিম আশরাফ, ইহসানুল্লাহ, মোহাম্মদ হারিস, উসামা মীর এবং জামান খানও চুক্তি থেকে বাদ পড়েছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এই পরিবর্তনের মাধ্যমে দলে নতুন রক্ত যোগ করতে চায়। তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পাশাপাশি, তারা দলের পারফরম্যান্স উন্নত করতে চায়।

সিলেট ২৪ বাংলা/বিডিবি