Jessia Islam:জেসিয়ার পোশাকে গণঅভ্যুত্থানের স্লোগান সিলেট ২৪ বাংলা সিলেট ২৪ বাংলা প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪ জেসিয়া ইসলামের পোশাকে ছাত্র জনতার গণঅভ্যুত্থান বিনোদন ডেস্কঃ বিশ্বের ৭০ জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে জেসিয়া ইসলাম ‘মিস গ্র্যান্ড ২০২৪’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে তিনি নানা ধরনের পোশাক ও লুকে দর্শকদের মুগ্ধ করেছেন। বিশেষ করে, গত জুলাই ও আগস্টে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের শ্লোগান ও হ্যাশট্যাগগুলোকে তার পোশাকে ফুটিয়ে তুলে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণদের আন্দোলনের কথা তুলে ধরেছেন। একটি সোনালি রঙের স্লিট ককটেইল শাড়িতে তিনি ‘সোনার বাংলা’কে বিষয়বস্তু করে তৈরি করা পোশাকে ‘কোটা আন্দোলন’, ‘মুক্তি’, ‘ছাত্র জনতা’ ইত্যাদি শ্লোগান লিখেছিলেন। যদিও জেসিয়া প্রতিযোগিতার শেষ ২০ জনের মধ্যে থাকতে পেরেছিলেন, তিনি চ্যাম্পিয়ন হতে পারেননি। ভারতের র্যাচেল রুপ্তা এই প্রতিযোগিতার মুকুট জিতে নিয়েছেন। তবে জেসিয়া বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন এবং দেশের তরুণদের আন্দোলনের কথা বিশ্ববাসীকে জানিয়েছেন। ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হওয়ার পর থেকে জেসিয়া ইসলাম বাংলাদেশের বিনোদন জগতে একজন পরিচিত মুখ হয়ে উঠেছেন। তিনি মডেলিং ছাড়াও অভিনয় করেছেন এবং ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়শই আলোচনায় এসেছেন। সিলেট ২৪ বাংলা/বিডিবি SHARES আলোচিত সংবাদ বিষয়: ছাত্র আন্দোলনজেসিয়াজেসিয়া ইসলামবাংলাদেশি মডেলমিস ওয়ার্ল্ড বাংলাদেশমিস গ্র্যান্ড ২০২৪