hezbollah: ‘হিজবুল্লার’ প্রধান পদে এবার নাঈম কাশেম সিলেট ২৪ বাংলা সিলেট ২৪ বাংলা প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৪ হেজবুল্লাহর প্রধান পদে এবার নাঈম কাশেম আন্তর্জাতিক ডেস্কঃ এবার ৭১ বছরের নাঈম কাশেম হলেন হিজবুল্লার নতুন প্রধান। গত সেপ্টেম্বর হেজবুল্লার প্রাক্তন প্রধান হাসান নাসরুল্লাহ মারা যাওয়ার পর, এই সন্ত্রাসবাহিনীর প্রধান হিসেবে নাঈম কাশেম এবার নির্বাচিত হলেন। হিজবুল্লার প্রধান নাসরুল্লাহ গত ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় মারা যান। এরপর হাশেম সাফিউদ্দিনকে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়েছিল। এরপর চলতি মাসের শুরুতে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিমান হামলা চালিয়ে সাফিউদ্দিনকে হত্যা করে ইসরায়েল। লেবাননের বৈরুতে জন্মগ্রহণকারী নাঈম কাশেম হিজবুল্লাহ নামক শিয়া ইসলামি সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিন এর শীর্ষ নেতৃত্বে ছিলেন। লেবাননের রাজনৈতিক দল আমল মুভমেন্টের সঙ্গে যুক্ত হয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু হলেও পরবর্তীতে ইরানের ইসলামি বিপ্লবের প্রভাবে তিনি হিজবুল্লাহ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৮২ সালে ইসরায়েলের লেবাননে আক্রমণের পর ইরানের সমর্থনে হিজবুল্লাহ গঠিত হয়। সংগঠনের প্রাথমিক দিন থেকেই নাঈম কাশেম এর সক্রিয় সদস্য ছিলেন। ১৯৯১ সালে তিনি সংগঠনের উপপ্রধান নিযুক্ত হন। হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহর প্রধান হওয়ার পরও নাঈম কাশেম সংগঠনের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে কাজ করেছেন। তিনি সংগঠনের মুখপাত্র হিসেবেও কাজ করেছেন এবং বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। হাসান নাসরুল্লাহের মৃত্যুর পর হিজবুল্লাহর নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়ে নাঈম কাশেম সর্বপ্রথম টেলিভিশনে বক্তব্য রেখেছিলেন। তিনি জানিয়েছিলেন যে, ইসরায়েলের আক্রমণ সত্ত্বেও সংগঠনটি শক্তিশালী রয়েছে এবং শীঘ্রই নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। সংক্ষেপে বলতে গেলে, নাঈম কাশেম হিজবুল্লাহের প্রতিষ্ঠা থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত সংগঠনের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তিনি হিজবুল্লাহকে একটি শক্তিশালী সামরিক ও রাজনৈতিক সংগঠনে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সিলেট ২৪ বাংলা/বিডিবি SHARES আন্তর্জাতিক বিষয়: আরব বিশ্বইরানইসরায়েলনাঈম কাশেমমধ্যপ্রাচ্যলেবাননসন্ত্রাদহিজবুল্লাহ