42th Raas Utsav: ঐতিহ্যবাহী রাস উৎসবের ৪২তম আয়োজন

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪
মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের মাধবপুর ও আদমপুরে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য রাস উৎসব। এবার মাধবপুর জোড়া মণ্ডপে মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে ১৮২তম এবং আদমপুরে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের আয়োজনে ৪২তম রাস উৎসব অনুষ্ঠিত হবে।

দুটি মণ্ডপই সাদা কাগজের নকশা এবং আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়েছে। মণিপুরি সম্প্রদায়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভারত থেকেও হাজার হাজার মানুষ এই উৎসবে অংশগ্রহণ করবেন।

আগামী শুক্রবার (১৫ই নভেম্বর), মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ জানিয়েছেন, মাধবপুর জোড়া মণ্ডপে মহারাসলীলা অনুষ্ঠান বেলা ১১টায় শুরু হবে এবং পরদিন ভোর পর্যন্ত চলবে।

আদমপুরে মণিপুরি মৈতৈ সম্প্রদায় তাদের ৪২তম রাস উৎসব উদযাপন করবে।

দুটি মণ্ডপই সাদা কাগজের নকশা এবং আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়েছে। মণিপুরি সম্প্রদায়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভারত থেকেও হাজার হাজার মানুষ এই উৎসবে অংশগ্রহণ করবেন।

মণিপুরি মহারাসলীলা সেবা সংঘ (শিববাজার জোড়ামগডপ, মাধবপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার) এর সাধারণ সম্পাদক শ্যাম সিংহ জানিয়েছেন, এই উৎসব আনন্দময় করার জন্য সব ধরনের প্রস্তুতি চলছে।

ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মণিপুরি অধ্যুষিত এলাকাগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে।

মৌলভীবাজারের মাধবপুর ও আদমপুরে আগামী শুক্রবার মণিপুরি সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব, মহারাসলীলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উৎসবকে কেন্দ্র করে গোটা এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

মাধবপুরের জোড়া মণ্ডপ সাজানো হয়েছে রাস উৎসবের জন্য। মণ্ডপে মণ্ডপে রং করার কাজ চলছে। মণিপুরিরা এই উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। শুক্রবার দুপুরে মাধবপুরের শিববাজারের উন্মুক্ত মঞ্চে রাখাল নৃত্য দিয়ে উৎসবের শুরু হবে। রাতে জোড়া মণ্ডপে মূল অনুষ্ঠান, মহারাসলীলা অনুষ্ঠিত হবে।

আদমপুর ইউনিয়নের মণিপুরি কালচারাল কমপ্লেক্সেও একই দিনে অনাড়ম্বরভাবে মহারাসলীলা অনুষ্ঠিত হবে।

মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ জানিয়েছেন, এই উৎসবকে সফল করার জন্য সব ধরনের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, নিরাপত্তার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

মণিপুরি পাড়ার বাড়ি বাড়ি চলছে নাচের প্রশিক্ষণ। প্রশিক্ষকরা শিল্পীদের নৃত্যের ভঙ্গি শিখিয়ে দিচ্ছেন। মণিপুরির ছেলেমেয়েরা এই উৎসবের জন্য নিজেদের প্রস্তুত করছে।

এই উৎসব মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু মাত্র মণিপুরিদের জন্যই নয়, বরং সকলের জন্য একটি উৎসব।

সিলেট ২৪ বাংলা/বিডিবি