Child Rape: মৌলভীবাজারে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেফতার।

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪
মৌলভীবাজারে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেফতার।
মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ০৬নং আশিদ্রোন ইউনিয়নের মোহাজিরাবাদ এলাকার বাসিন্দা প্রতিবন্ধী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় দুদু মিয়া (৫২) নামের একজনকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানের তদারকিতে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে বুধবার (১৩ নভেম্বর) এসআই সুব্রত চন্দ্র দাস ও তার সঙ্গীয় ফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে ধর্ষক দুদু মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে আইন অনুযায়ী  আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর ২০২৪ খ্রিঃ সকাল আনুমানিক ১০:০০টার দিকে প্রতিবন্ধী শিশু (১৫) কে আসামী দুদু মিয়া (৫২), পিতা-মৃত আব্দুল লতিফ, পৈতৃক ঠিকানা মোহাজিরাবাদ (দক্ষিণ), থানার শ্রীমঙ্গল, মৌলভীবাজার জোরপূর্বক ধর্ষণ করে।

উক্ত ঘটনার ব্যাপারে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। মামলার প্রেক্ষিতে আজ আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।

সিলেট ২৪ বাংলা/বিডিবি