Science fair: শ্রীমঙ্গলে আন্তঃ স্কুল বিজ্ঞান মেলা-২০২৪ অনুষ্ঠিত SYLHET 24 SYLHET 24 BANGLA প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪ মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আন্তঃ স্কুল বিজ্ঞান মেলা – ২০২৪ বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় ও মাল্টিপারপাস সোসিও ইকোনমিক ডেভোলাপমেন্ট এসোশিয়েশন(এমসিডা) আয়োজনে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে পৌর শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান মেলার উদ্বোধন করেন; উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব। উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাশের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন; উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অসীম কুমার বর্ধন, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী প্রমুখ। উক্ত বিজ্ঞান মেলায় উপজেলার ৩০টি বিদ্যালয় অংশ নেয়। শিক্ষার্থীদের তৈরি প্রজেক্টগুলোর মধ্যে ছিলো হাইড্রোলিক লিফট,হোম লকার,ওয়াটার লেভেল ইন্ডিকেটর,ডিএনএ মডেল,লাইফাই প্রজেক্ট,অটো ফায়ার এলার্ম,ডিজিটাল হাইওয়ে, বায়ুর সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন,হাইড্রোলিক এক্সলেটর,ওয়েস্ট ম্যাজেম্যান্ট,বাতাস পরিশোধন কারী যন্ত্র,সিসমোগ্রাফ যন্ত্র, আবর্জনা প্রক্রিয়াজাতকরণ প্লান্ট ইত্যাদি। আয়োজকরা বলেন,’বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করার জন্য এই বিজ্ঞান মেলার আয়োজন। মৌলভীবাজার জেলায় তথা শ্রীমঙ্গল উপজেলায় বিজ্ঞান শিক্ষার হার কমে যাচ্ছে। শিক্ষার্থীরা যেন বিজ্ঞান চর্চায় আগ্রহী হয় এ জন্য এই বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা নিয়মিত এভাবে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হলে শিক্ষার্থীদের মেধা বিকাশে অনন্য অবদান রাখবে। আর শিক্ষার্থীদের এসব উদ্ভাবন যন্ত্র বাস্তব ক্ষেত্রে প্রয়োগ বৃদ্ধি পাবে’। সিলেট ২৪ বাংলা/এসডি. SHARES জেলার খবর বিষয়: