Israer-Palestine:ইসরায়েলকে স্বী‌কৃতি দেয়ার প্রশ্নে যা মালয়েশিয়ার বক্তব্য

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪
ইসরায়েলকে স্বীকৃতির প্রশ্নে মালয়েশিয়ার বক্তব্য
আন্তর্জাতিকঃ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, তার দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে পূর্ববর্তী অবস্থানে অটল রয়েছে। মালয়েশিয়া কখনও কূটনৈতিকভাবে ইসরায়েলের অস্তিত্বকে স্বীকৃতি দেবে না।

শুক্রবার (১৫ নভেম্বর) পেরুর রাজধানীতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন।

সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে কূটনৈতিক দূরত্ব বজায় রাখা মালয়েশিয়া তার নীতিতে কোনো পরিবর্তন আনবে কিনা। এ বিষয়ে তিনি জানান, মালয়েশিয়া এবারের সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অসহায়দশা ও সহিংসতার বিষয়ে একমাত্র দেশ হিসেবে প্রশ্ন তুলেছে। পাশাপাশি, আন্তর্জাতিক মঞ্চে মালয়েশিয়ার প্রতিনিধিরা এবং জনগণ ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে কথা বলছে।

তিনি আরও বলেন, এটি ন্যায়বিচারের বিষয়। যেখানে প্রয়োজন আছে, সেখানেই মালয়েশিয়া ফিলিস্তিনিদের জন্য সমর্থন জানানো অব্যাহত রাখবে। যদি একটি জাতির অধিকার অস্বীকার করা হলে, আমরা কীভাবে অর্থনীতি ও মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা করতে পারি? যা বোঝা দরকার, তা হলো, আমরা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ইসরায়েলকে স্বীকৃতি দেব না। তাদের মালয়েশিয়ায় বাণিজ্য বা অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করার অনুমতিও দেব না। বরং, আমরা ফিলিস্তিনিদের সহায়তা দিয়ে যাব।
সিলেট ২৪ বাংলা/বিডিবি