Rasleela:কমলগঞ্জের ঐতিহ্যবাহী মণিপুরি মহারাসলীলার সমাপ্তি সিলেট ২৪ বাংলা সিলেট ২৪ বাংলা প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪ কমলগঞ্জে ঐতিহ্যবাহী মণিপুরি মহারাসলীলার সমাপ্তি সিলেট প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে কার্তিকের পূর্ণিমা তিথিতে মণিপুরি সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মহারাসলীলা ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে। শ্রীকৃষ্ণ ও রাধারকে ঘিরে এই উৎসবটি মণিপুরিদের জীবনে একটি বিশেষ অংশ। মণিপুরি ললিতকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত মণিপুরি তাঁতবস্ত্র প্রদর্শনী এবং শিববাজার এলাকায় বসানো বিশাল মেলা উৎসবের আবহকে আরও সমৃদ্ধ করে তুলেছে। রাখালনৃত্যের মাধ্যমে শুরু হওয়া এই উৎসবে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। উৎসবের প্রথম দিন শুক্রবার দুপুর ১২টা থেকে কমলগঞ্জের মণিপুরি পল্লি মুখরিত হয়ে ওঠে। সারা দেশ থেকে আগত দর্শনার্থীদের পদচারণে এলাকাটি গিজগিজ করে উঠে। উৎসবের শেষ দিন শনিবার সূর্যোদয়ের সাথে সাথে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর (শিববাজার) জোড়ামন্ডপ প্রাঙ্গণে মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে বিষ্ণুপ্রিয়া মণিপুরিরা তাদের ঐতিহ্যবাহী মহারাসলীলা উৎসবের ১৮২তম বার্ষিকী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উদযাপন করেছে। রাত ৮টায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি প্রকৌশলী যোগেশ্বর সিংহের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যাম সিংহ ও নির্মল এস পলাশের পরিচালনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা, লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদ্মাসন সিনহা, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায়, উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন এবং ওসি সৈময়দ ইফতেখার হোসেন। মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত মণিপুরি মহারাসলীলা উৎসবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আদমপুরের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় তিনি তার বক্তব্য রাখেন। মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ জানিয়েছেন, কমলগঞ্জের মাধবপুর জোড়ামন্ডপে অনুষ্ঠিত রাসোৎসব সিলেট বিভাগের অন্যতম বড় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উৎসবে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ অংশগ্রহণ করে। বিশ্বনন্দিত মণিপুরি সংস্কৃতির এই ঐতিহ্যবাহী উৎসব সবার মিলনের মাধ্যম। রাত ১২টার দিকে শিববাজারের জোড়ামন্ডপ এবং আদমপুরের তেতইগাঁওয়ে সানা ঠাকুরের মন্ডপে মূল রাসলীলা শুরু হয়। মণিপুরিদের রাসলীলা বিভিন্ন ধরনের, যেমন: নিত্যরাস, কুঞ্জরাস, বসন্তরাস, মহারাস এবং বেনিরাস। শারদীয় পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হওয়ায় এই মহারাসকে মণিপুরিরা পূর্ণিমারাস নামেও ডাকে। সিলেট ২৪ বাংলা/বিডিবি SHARES আলোচিত সংবাদ বিষয়: কমলগঞ্জমণিপুরিমণিপুরি রাসলীলামৌলভীবাজাররাসলীলারাসলীলা উৎসব