Journalist Murder: সাংবাদিক তুরাব হত্যা মামলা, বিচার বিলম্বে সাংবাদিক সমাজের উদ্বেগ সিলেট ২৪ বাংলা সিলেট ২৪ বাংলা প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪ সিলেট প্রতিনিধিঃ গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশে সংস্কারসহ নানা ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেলেও, আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে নিহত সিলেটের সাংবাদিক এটিএম তুরাবের পরিবার এখনো শান্তি পায়নি। তুরাব হত্যা মামলার অন্যতম আসামি সিলেট মহানগর পুলিশের তৎকালীন ডিসি আজবাহার আলী শেখ, এডিসি গোলাম দস্তগীর, কোতোয়ালি থানার তৎকালীন ওসি মঈন উদ্দিনসহ ১৮ জন এজহারভুক্ত আসামিই এখনও পলাতক রয়েছে। আসামিদের এখনো গ্রেফতার না করায় তুরাবের পরিবারসহ সিলেটের সাংবাদিক সমাজ গভীরভাবে হতাশ। স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার পরও, একজন সাংবাদিকের হত্যাকারীরা এখনো আইনের আওতায় আসেনি, এটি একটি গভীর উদ্বেগের বিষয়। তুরাবের পরিবার এবং সিলেটের সাংবাদিক সমাজের দাবি, তুরাব হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হোক এবং দোষীদের যথাযথ শাস্তি দেওয়া হোক। তুরাব হত্যা মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই-এর তদন্তাধীন রয়েছে। নিহতের ভাই আবুল আহসান মো. আজরফ (জাবুর) গত ১৯ আগস্ট সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ পুলিশ কর্মকর্তা এবং অজ্ঞাত আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে। গত ১৯ জুলাই সিলেট মহানগরের বন্দরবাজারে কালেক্টরেট মসজিদের পাশে সড়কে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তুরাব। সেদিন সন্ধ্যায় তিনি মহানগরের ইবনে সিনা হাসপাতালে মারা যান। তিনি দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক জালালাবাদের নিজস্ব প্রতিবেদক ছিলেন। সিলেটভিউকে দেওয়া এক সাক্ষাৎকারে নিহত সাংবাদিক তুরাবের বড় ভাই আবুল আহসান মো. আজরফ (জাবুর) জানিয়েছেন, তাঁদের দায়ের করা হত্যা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ স্থানান্তরিত হয়েছে। পিবিআই কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনও করেছেন। তবে এতদিন পরেও কোনো আসামিকে গ্রেফতার না করা তাঁকে অত্যন্ত হতাশ করেছে। এদিকে, সিলেটের সাংবাদিক সমাজও এই বিচার বিলম্বে গভীরভাবে উদ্বিগ্ন। সিলেটে কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠনের উদ্যোগে গত ১৬ নভেম্বর একটি মতবিনিময় সভায় তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সিলেট ২৪ বাংলা/বিডিবি SHARES অপরাধ বিষয়: জেলা সংবাদতুরাব হত্যাসাংবাদিক তুরাবসিলেটসিলেট নিউজসিলেট সংবাদসিলেটের খবর