Job: শিক্ষকদের ১০ গ্রেডের দাবিতে, সিলেটে শিক্ষামন্ত্রীর উপদেষ্টার বক্তব্য

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪
সিলেট প্রতিনিধিঃ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, প্রাথমিক শিক্ষকদের পদোন্নতির বিষয়টি সরকারের বিবেচনাধীন। তিনি বলেন, বর্তমানে প্রাইমারি সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে থাকলেও প্রাইমারি প্রধান শিক্ষকরা এখনও ১০ম গ্রেড পাননি। এই পরিস্থিতিতে সহকারী শিক্ষকদের সরাসরি ১০ম গ্রেড দেওয়া বাস্তবসম্মত নয়।

তবে উপদেষ্টা জানান, সরকার প্রাইমারি শিক্ষকদের পদোন্নতির বিষয়ে ইতিবাচক। প্রথমে প্রাইমারি প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড দেওয়ার ব্যবস্থা করা হবে। এরপর সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করে সহকারী শিক্ষকদের ধাপে ধাপে পদোন্নতি দেওয়া হবে। এই পদ্ধতিতে সবাই সুযোগ পাবেন।

১৭ ই নভেম্বর বেলা ১২ টার দিকে সফরকালে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা জানিয়েছিলেন তিনি। আগামী বছরের জানুয়ারিতে প্রাথমিক শিক্ষার্থীরা বিনামূল্যে নতুন বই পাবে।

তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতির কারণে বই তৈরি ও ছাপানিতে কিছুটা বিলম্ব হলেও, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

গত রবিবার (১৭ নভেম্বর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় উপদেষ্টা আরও বলেন, বইগুলোতে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং পান্ডুলিপি পরিমার্জনের কাজ চলছে। এই কারণেই বই বিতরণে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে শিক্ষার্থীদের শিক্ষা জীবন যেন ব্যাহত না হয় সেদিকে সরকার সর্বদা সচেতন।

 সিলেট ২৪ বাংলা/বিডিবি