Hawker Eviction:সিলেটে হকার উচ্ছেদ অব্যাহত, জরিমানাও করা হচ্ছে

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট সিটি করপোরেশন ফুটপাত ও সড়ক দখলকারী হকারদের উচ্ছেদে অভিযান অব্যাহত রেখেছে। গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর), দক্ষিণ সুরমা এলাকায় পরিচালিত এক অভিযানে ফুটপাতে দোকান বসানোর দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত ১৯ নভেম্বর সিলেট সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানার নেতৃত্বে স্টেশন রোড ও দক্ষিণ সুরমা এলাকায় ব্যাপক অভিযান চালানো হয়।

এ অভিযানের মূল লক্ষ্য ছিল মহানগরের ফুটপাত ও সড়ক থেকে অবৈধভাবে ব্যবসা করা হকারদের উচ্ছেদ করা এবং যানজট নিরসন করা। অভিযানকালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

সিসিক কর্তৃপক্ষ জানিয়েছে, নগরবাসীর স্বার্থে এবং শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

সিলেট ২৪ বাংলা/বিডিবি