Deadbody-Found:সুনামগঞ্জের ছাতকে গৃহবধূর মরদেহ উদ্ধার সিলেট ২৪ বাংলা সিলেট ২৪ বাংলা প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪ নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক এলাকায় বুধবার (২০ নভেম্বর) এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত আছমা বেগম (৩০) রাজনপুর গ্রামের বাসিন্দা এবং কাতার প্রবাসী মিলাদ হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নে। পুলিশ জানিয়েছে, আছমা দুপুরে তার বাসার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জাউয়াবাজার তদন্তকেন্দ্রের পুলিশ মামলা দায়ের করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। সিলেট ২৪ বাংলা/বিডিবি SHARES অপরাধ বিষয়: আত্মহত্যাখুনগৃহবধুগৃহবধুর মরদেহ উদ্ধারজেলার খবরপ্রবাসীর স্ত্রীসিলেট নিউজসিলেটের খবরসিলেটের সংবাদসুনামগঞ্জে প্রবাসীর স্ত্রী