মালয়েশিয়ায় পাসপোর্ট সেবা নিতে যাওয়া বাংলাদেশিদের ওপর নিরাপত্তা কর্মীদের হামলার ঘটনায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন তীব্র নিন্দা জানিয়েছে।
বুধবার (২০ নভেম্বর) হাইকমিশন থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পাসপোর্টের জন্য আবেদন করতে যাওয়া বাংলাদেশিদের ওপর বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএলের নিরাপত্তা কর্মীরা অমানবিক আচরণ করেছে। এই ঘটনা হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তারা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে।
হাইকমিশন সূত্র জানায়, তারা এই ঘটনার তদন্ত করছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মালয়েশীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে।
বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যেন না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে তারা কাজ করবে।
এছাড়াও বলা হয়, ই-পাসপোর্টের চাহিদা বেড়ে যাওয়ায় এবং প্রিন্টিংয়ের সমস্যার কারণে ইএসকেএল অফিসে প্রচণ্ড ভিড় লেগেছে। এই ভিড়ের ফলে সেবা প্রদানে বিঘ্ন ঘটছে এবং অফিসের পরিবেশও অস্থির হয়ে পড়ছে। তাই, সবাইকে অনুরোধ করা হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়েই অফিসে আসার জন্য। অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি এই নম্বরে কল করতে পারেন: ০৩৯২১২০২৬৭।
প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি পাসপোর্টের জন্য ইএসকেএলে ভিড় জমাচ্ছে। অনেকে গভীর রাত থেকেই লাইনে দাঁড়িয়ে থাকে। সম্প্রতি, নিরাপত্তাকর্মীরা কিছু প্রবাসীকে মারধর করেছে, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ইএসকেএল ও বাংলাদেশ হাইকমিশন সমালোচনার মুখে পড়েছে।
সিলেট ২৪ বাংলা/বিডিবি