Attacks On Lebanon: লেবাননজুড়ে ইসরাইলি হামলা, নিহত ২৪

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪
ছবিঃলেবানন জুড়ে ইসরাইলি হামলা সংগ্রহিতঃ গুগল
আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরাইলি বাহিনী কর্তৃক লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকায় ভয়াবহ বিমান হামলা চালানো হয়। এই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকেই।

মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোলু।

গত সোমবার লেবাননের এক ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের মেরুয়ানিয়াহ শহরে ইসরাইলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন এব খারায়েব শহরে বিমান হামলায় ৪ জন নিহত এবং আরও ৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও, বিমান হামলায় ২ শিশুসহ আরও ৬ জন নিহত হয়েছেন এবং দক্ষিণ লেবাননের কাফর হাত্তাতে ইসরাইলি বিমান হামলায় আরও একজন নিহত হয়েছেন।

মূলত ইসরাইলের ওপর পূর্ব-আক্রমণের ক্ষোভ এবং প্রতিশোধস্পৃহা থেকে ইসরাইল এই হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় ইসরাইলের হামলায় প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরাইলি আক্রমণের কারণে ৪২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং প্রায় ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

২৩ সেপ্টেম্বর থেকে লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

এক বছর ধরে ইসরাইলের ভয়াবহ হামলায় প্রায় ২৫০০ মানুষ নিহত এবং ১১ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

সিলেট ২৪ বাংলা/বিডিবি