২০১৮ সালে বল-বিকৃতির ঘটনায় জড়িত থাকার দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ হওয়া ডেভিড ওয়ার্নারের উপর থেকে অধিনায়কত্বের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
সিএ একটি তিন সদস্যের প্যানেল গঠন করে ওয়ার্নারের আবেদন শুনে এই সিদ্ধান্ত নিয়েছে। প্যানেলের মতে, ওয়ার্নার নিষেধাজ্ঞার সময়কালে সব শর্ত পূরণ করেছেন এবং ‘সম্মানজনক ও অনুশোচনাপূর্ণ’ আচরণ করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ওয়ার্নার আর অস্ট্রেলিয়ার জাতীয় দলকে নেতৃত্ব দিতে পারবেন না। তবে তিনি অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে যে কোন দলকে নেতৃত্ব দিতে পারবেন।
পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যকার সাম্প্রতিক টেস্ট সিরিজে পাকিস্তানি স্পিনাররা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। নোমান আলি এবং সাজিদ খান মিলে শেষ দুই টেস্টে ইংল্যান্ডের ৪০টি উইকেটের মধ্যে ৩৯টি নিজেদের নাম করেছেন। বিশেষ করে সাজিদ খান রাওয়ালপিন্ডিতে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েছেন।
পাকিস্তানের পেসারদের তুলনায় স্পিনারদের বেশি সুযোগ দেওয়া হয়েছে। মুলতান টেস্টে পেসার আমির জামালকে মাত্র ৬ ওভার বোলিং করানো হলেও, রাওয়ালপিন্ডিতে তাকে এক ওভারও বোলিং করানো হয়নি।
সিলেট ২৪ বাংলা/বিডিবি