BD Women Football: ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের নারী দল! সিলেট ২৪ বাংলা সিলেট ২৪ বাংলা প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪ সাফ চ্যাম্পিয়নশিপে ভূটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ খেলাধুলা ডেস্কঃ সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল ভুটানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। ম্যাচের প্রথমার্ধেই বাংলাদেশের মেয়েরা ভুটানকে গোলের বন্যায় ভাসিয়ে দেয়। তহুরা খাতুন হ্যাটট্রিক করার পাশাপাশি অধিনায়ক সাবিনা খাতুন দুটি গোল করেন। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। ভুটানের রক্ষণভাগকে ভেদ করে বাংলাদেশী মেয়েরা একের পর এক গোল করতে থাকে। প্রথমার্ধেই ৫-১ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে বাংলাদেশ জয় নিশ্চিত করে। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশী মেয়েরা আধিপত্য বিস্তার করে। মাত্র ৮ মিনিটে ঋতুপর্ণা চাকমার গোলে বাংলাদেশ এগিয়ে যায়। এরপর তহুরা খাতুন ব্যক্তিগত দক্ষতায় দুটি গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যান। ভারতের বিপক্ষে জোড়া গোল করা তহুরা এই ম্যাচেও তার জাদু দেখিয়েছেন। অধিনায়ক সাবিনা খাতুনের দুটি গোল ম্যাচটিতে আরও চমক যোগ করে। যদিও ভুটান ৪১ মিনিটে একটি গোল করে ব্যবধান কমিয়েছিল, তবুও বাংলাদেশের জয় নিশ্চিত ছিল। সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার একাদশে একটি পরিবর্তন এনেছেন। আগের ম্যাচে গোল করা শামসুন্নাহার জুনিয়রের জায়গায় সাগরিকাকে নিয়ে মাঠে নামিয়েছেন তিনি। এই পরিবর্তনের মাধ্যমে কোচ বাটলার ভুটানের বিরুদ্ধে নতুন এক রণকৌশল নিয়ে মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন। আজকের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও নেপাল মুখোমুখি হবে। এই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে আগামী ৩০ অক্টোবর ফাইনালে খেলবে বাংলাদেশ। উল্লেখ্য, ২০২২ সালে বাংলাদেশ নেপালকে হারিয়ে এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল। তাই এবারও বাংলাদেশের লক্ষ্য শিরোপা ধরে রাখা। সিলেট ২৪ বাংলা/বিডিবি SHARES আলোচিত সংবাদ বিষয়: ঋতুপর্ণা চাকমাখেলাধুলাতহুরাফুটবলবাংলাদেশ ফুটবলসাফ চ্যাম্পিয়নশিপসাফ নারী ফুটবল